Advertisement

বন্ধ্যত্বের ক্ষেত্রে কোন কোন পরীক্ষা অপ্রয়োজনীয়? (Infertility which tests are UNNECESSARY)

বন্ধ্যত্বের ক্ষেত্রে কোন কোন পরীক্ষা অপ্রয়োজনীয়? (Infertility which tests are UNNECESSARY) Dr Sujoy Dasgupta
MBBS (Gold Medalist, Hons), MS (OBGY- Gold Medalist), DNB (New Delhi), MRCOG (London)

Chambers-
Garia Friends Diagnostic 9088482135,
Sodpur Saha Polyclinic 9432316865,
Garia Hindusthan Health Point 03324359999,
Tollygunj RSV Hospital 03330013000
College Street Upkar Nursing Home 03322570165

For Appointment-

Facebook Page-

Website-

কোন দম্পতির বন্ধ্যত্বের চিকিত্সা শুরু করার আগে কয়েকটি পরীক্ষা প্রয়োজন হয়।
1) স্বামীর বীর্য বিশ্লেষণ
2) এএমএইচ, রুবেলা এবং থ্যালাসেমিয়ার জন্য রক্তের পরীক্ষা
3) স্ত্রীর টিভিএস
4) স্ত্রীর এইচএসজি
বেশিরভাগ ক্ষেত্রে এই পরীক্ষাগুলোর পরেই চিকিত্সা শুরু করা যেতে পারে। শুধুমাত্র কিছু ক্ষেত্রে, আরও পরীক্ষা প্রয়োজন।

এবারে আমরা অন্যান্য পরীক্ষা নিয়ে আলোচনা করি।

ল্যাপারোসকপি - এটি একটি মেজর সার্জারি, তাই এটি শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রেই করা উচিত
ক) যদি উভয় টিউব ব্লক থাকে। যদি শুধুমাত্র একটি টিউব ব্লক থাকে তবে ল্যাপারোসকপি-র দরকার নেই।
খ) যদি হাইড্রোসাল্পিন্স (টিউব ফুলে থাকা), ডিম্বাশয়ে বড় সিস্ট, জরায়ুতে বড় ফাইব্রয়েড থাকে বা মাসিকের সময় গুরুতর ব্যথা হয়।
অতএব, বন্ধ্যত্বের প্রতিটি ক্ষেত্রে, laparoscopy করার প্রয়োজন হয় না।

হিস্টেরোস্কোপি - এটিও একধরণের অস্ত্রোপচার, তাই যদি শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রেই করা উচিত
ক) অস্বাভাবিক রক্তপাত, পলিপ বা ফাইব্রয়েড বা জরায়ুর জন্মগত ত্রুটি
খ) আইভিএফ এ বারবার ব্যর্থ হলে কিছু ক্ষেত্রে।
তাই, হিস্টেরোস্কোপি বন্ধ্যত্বের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য নয়।

টর্চ টেস্টিং - এতে কিছু জীবাণুর পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। যদি কারো বারবার গর্ভপাত হত, তাহলে আগেকার দিনে এই পরীক্ষা করা হত।
এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে টর্চ ইনফেকশন বারবার গর্ভপাত করতে পারে না। এই সংক্রমণ বন্ধ্যত্বের ও কারণ হতে পারে না। অতএব, টর্চ পরীক্ষা অপ্রয়োজনীয়।
আজকালকার দিনে টর্চ টেস্টিংয়ের প্রয়োজন শুধুমাত্র তখনই হয়, যদি কারো গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয় এবং তার কোনও কারণ পাওয়া না যায়।
তবে শুধুমাত্র রুবেলার পরীক্ষাটি আপনার শিশুর এই সংক্রমণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয়।

এন্টি ফসফো লিপিড অ্যান্টিবডি (APLA) টেস্টিং - এতে লুপাস এন্টি কোয়াগুলেন্ট, এন্টি কার্ডিওলিপিন এবং এন্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন পরীক্ষা করা হয়। আপনার যদি বারবার গর্ভপাত হয়ে থাকে, তবে এই অপরিহার্য।
কিন্তু যদি আগে গর্ভপাত না ঘটে তবে APLA পরীক্ষার অপ্রয়োজনীয় এবং অর্থের অপচয়।

ক্যারিওটাইপিং- এর অর্থ ক্রোমোসোমের জন্য রক্ত ​​পরীক্ষা। এটা শুধুমাত্র কিছু ক্ষেত্রেই প্রয়োজন হয়
ক) একজন পুরুষের খুব কম শুক্রাণুর সংখ্যা বা আজুস্পার্মিয়া থাকলে এবং যদি শুক্রাশয় ঠিকমত কাজ না করে।
খ) সময়ের আগে মেনোপজ হয়েছে এরকম কোন মহিলার।
গ) আগে বারভার গর্ভপাত বা শিশুর ক্রোমোসোমাল অস্বাভাবিকতা হয়েছে এরকম একটি দম্পতির।
অন্য ক্ষেত্রে, এই পরীক্ষা প্রয়োজন হয় না।

অতএব, আমরা শুধুমাত্র কয়েকটি পরীক্ষার পরই বন্ধ্যত্বের চিকিৎসা শুরু করতে পারি।

Few tests are needed before starting the treatment in an Infertile Couple.
1) Semen Analysis of the Husband
2) Wife's Blood test for AMH, Rubella and Thalassemia
3) Wife's TVS
4) Wife's HSG
In majority of the cases, treatment can be started after these tests. ONLY in some cases, further tests are necessary.

Let's see different other tests.

Laparoscopy- It's a major surgery, so it should be done only in few cases
A) If both the tubes are blocked. If ONLY ONE TUBE is blocked, there is no need of Laparoscopy.
B)) If there is Hydrosalpinx (Swollen Tubes), Large Cysts in the ovaries, Large Fibroids in the uterus or severe pain during menstruation.
Therefore, in each and every case of Infertility, Laparoscopy is NOT NEEDED.

Hysteroscopy- It's also a surgery and therefore should ONLY be done, if there are
A) Abnormal bleeding, polyps or Fibroids inside the uterus or birth defects
B)) In some cases of repeated IVF Failure
So, Hysteroscopy is not Essential in each case of Infertility.

TORCH testing- It involves testing of some organisms. Previously the test was done if there was Repeated Miscarriage.
Now it has been scientifically proven that TORCH cannot cause repeated miscarriage. These infections cannot cause Infertility. Therefore, TORCH test is UNNECESSARY.
Only case, where the TORCH testing is necessary, in the previous pregnancy, the baby died inside the uterus and no cause was found.
However, Rubella test is necessary to prevent this infection affecting your baby.

Anti Phospho Lipid Antibody (APLA) testing- It involves testing for Lupus Anti Coagulant, Anti Cardiolipin and Anti beta 2 glycoprotein. These are essential if you had previous repeated miscarriage.
But if you did not have previous repeated miscarriage, testing for APLA is unnecessary and is the waste of money.

Karyotyping- It means a blood test to check for the chromosomes. It is needed only in few cases
A) In a man with very low sperm count or Azoospermia and the testicles are not functioning.
B)) In a women with early menopause.
C) In a couple with previous repeated miscarriage or previous baby with chromosomal abnormalities.
In other cases, this test is not necessary.

Therefore, we can start treatment of Infertility only after few tests.

Infertility,Pregnancy,fertility,tests,Treatment,IVF,IUI,Semen,Husband,Semen culture,Sperm,karyotyping,HSG,Fallopian tubes,laparoscopy,fallopian Tube Block,Hysteroscopy,Polyp,TVS,Ovaries,APLA,Anti Phospholipid Antibody,TORCH,Miscarriage,Rubella,AMH,Thalassaemia,Blood Group,Unnecessary tests,necessary Tests,Costly,

Post a Comment

0 Comments